ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করলো ইসলামী ঐক্য আন্দোলন গাইবান্ধা জেলা শাখা

মোঃ ফুয়াদ রহমান
গাইবান্ধা প্রতিনিধি:
১৭ই মার্চ শহরের কাচারি বাজার জামে মসজিদে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ঐক্য আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বদর যুদ্ধের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়, যেখানে ইসলামের প্রতি সাহসিকতা ও ত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়। সভায় মুসলমানদের ঐক্য ও সহযোগিতার গুরুত্বও আলোচনা করা হয়।
আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত মুসল্লিরা একত্রিত হয়ে ইফতার গ্রহণ করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ, সবার সুস্থতা কামনা করা হয়।
ইসলামী ঐক্য আন্দোলন গাইবান্ধা জেলা শাখা ভবিষ্যতে আরও ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ঘোষণা করে।