মৌলভীবাজারে অবৈধ রিসোর্ট বন্ধ ও ৩ লক্ষ টাকা জরিমানা

অবৈধভাবে টিলা কেটে রিসোর্ট তৈরী করার অপরাধে মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া এলাকার বন ও পাহাড়ী রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা ও সরকারী অনুমোদন বিহীন রিসোর্ট এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনায়, মোবাইল কোর্টে সহযোগিতা করেন , মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে ছিলেন-মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল।
হাসান আহমেদ জাবেদ, ফয়সল আহমেদ, সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, শাজাহন উদ্দিন ভুইয়া, জহির মিয়া ও ডাঃ সোহেল রানা এর মালিকানাধীন বন ও পাহাড় রিসোর্ট নামক প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।