সারাদেশ

ফেনীর ধর্মপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ১১ জন আটক।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ধর্মপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ১১ জন কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল দিবাগত রাত ১ টায় ফেনীর ধর্মপুরের জামতলা নামক এলাকায় মাটিকাটা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত মোট ১১(এগার) জন ব্যক্তিকে আটক করা হয়।এই সময় একটি এস্কেভেটর অকেজো করা হয় ও ০৫ (পাঁচ) টি ট্রাক জব্দ করা হয়।গ্রেফতার কৃতরা এই কাজে নিজেদেরকে নতুন দাবি করায় ও সামনে পবিত্র ঈদ-উল-ফিতর বিবেচনায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অভিযুক্ত ১১ জনের প্রত্যেককে সতর্কতামূলক ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।পরবর্তীতে আবার একই কাজে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।জব্দকৃত ট্রাকের ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।মাটি খেকোদের বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করতে বিশেষ ভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী আরো সহযোগিতা প্রদান করে ফেনী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনী।প্রশাসন মাটিখেকোদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সজীব তালুকদার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,ফেনীসদর ফেনী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,