সারাদেশ

পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় লম্পট পিতা বেল্লাল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
২৬ শে জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ধর্ষক বেল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেল্লাল জ্ঞানপাড়া এলাকার চান মিয়া হাওলাদারের ছেলে।
সুত্র উল্লেখ করে বেল্লাল হোসেনের স্ত্রী বলেন, শনিবার রাতে আমার স্বামী রং চায়ের সাথে উচ্চমাত্রার ঘুমের ঔষধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। পরে মেয়ের ডাক চিৎকারে আমার ঘুম ভাঙে। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মেয়েকে ধর্ষনের দায়ে বেল্লাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,