সারাদেশ

চিরনিদ্রায় শায়িত বগুড়ার সাবেক এমপি

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা অসুস্থতা জনিত কারণে গত মঙ্গলবার বেলা সাড়ে তিন ঘটিকার সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবেক এমপি মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদার এঁর দশজন ছেলের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
গত (২৮ জানুয়ারি) মঙ্গলবার বেলা সাড়ে তিন ঘটিকার সময় মৃত্যু বরণ কারী ৭৩ বছর বয়সী আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা মৃত্যু কালে স্ত্রী, তিন মেয়ে-জামাই, নাতি-নাতনি, আট ভাই, আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার সুবাদে বাবা মরহুম আলহাজ্ব আব্দুল মজিদ তালুকদারের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করে দুই বার উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এবং দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর জনপ্রিয়তা, বিচক্ষণতা ও কর্মদক্ষতার কারণে তিনি বিরোধী দলীয় এমপি হয়েও বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
মরহুম আব্দুল মোমিন তালুকদারের ছোটো ভাই বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি, ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদার বলেন,আজ থেকে আমরা পরিবার ও রাজনৈতিক অভিভাবকহীন হয়ে গেলাম। তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। তাঁর শুন্যতা পূরণ হবার নয়। মৃত্যুর দিন ঢাকায় প্রথম নামাজে জানাজা, আজ বুধবার দুপচাঁচিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা, আদমদীঘিতে তৃতীয় নামাজে জানাজা, সান্তাহারে চতুর্থ নামাজে জানাজা এবং বাদ যোহর উপজেলার কালাই কুড়ি নিজ গ্রামে পঞ্চম নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,