সারাদেশ

নোয়াখালীতে কলেজে জয়বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে পালালেন ছাত্রলীগ নেতাকর্মী

মামুন রাফী স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জয়বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কানকিরহাট ডিগ্রি কলেজে পিঠা উৎসব চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী ও সম্পদের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮-১০জন নেতাকর্মি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সেখানে জয় বাংলা স্লোগান দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মি একত্রিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মিদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে ছাত্রলীগের কর্মিরা দ্রুত পালিয়ে যায়।
কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী নেছার উদ্দিন বলেন, ছাত্রলীগের কর্মিরা স্লোগান দিলে তাৎক্ষণিক অন্যরা এসে তাদের ধাওয়া দেয়। ওই সময় কলেজের শিক্ষকরা এগিয়ে আসার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কলেজে কয়েকজন লোক জয়বাংলা স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন তাদের তাড়িয়ে দেয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং