মাদারীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও সংবধর্ণা

হোসাইন মাহমুদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বই, খাতা কলম, দেয়াল ঘড়িসহ শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। একইসাথে তাদের প্রোত্যেককে সংবর্ধণাও দেয়া হয়েছে। শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে এই আয়োজন করে পাকদি নবীন যুব সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ সময় ১০টি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি থেকে এই উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় সরকার বিভাগের মাদারীপুরের উপপরিচালক মো. হাবিবুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, পাকদী নবীন যুব সংঘের প্রধান উপদেষ্টা সাইদুল হক ফরাজী, সভাপতি সাব্বির হক ফরাজী, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ,জেলার সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই।
প্রতিবছর জানুয়ারি মাসে মেধাবী শিক্ষার্থীদের হাতে এমন উপহার সামগ্রী তুলে দিচ্ছে পাকদি নবীন যুব সংষের সদস্যরা।