সারাদেশ

ফেনীতে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির মানববন্ধন

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে ৭ দফা দাবীতে প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার ফেনী শহরের জিএ একাডেমি এলাকায় ফেনী জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয় সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।ফেনী জেলা প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির সভাপতি রাজীব পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো: রেদোয়ান,রফিকুল ইসলাম ও স্বপন চন্দ্র পাল।এই সময় ফেনী জেলায় কর্মরত প্রায় অর্ধশত এ আই টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।বক্তারা বলেন আমরা ১৯৯৯ সালে ৫ বছর যাবৎ অবৈতনিক শর্তে স্বেচ্ছাসেবার মানসিকতা নিয়ে প্রানিসম্পদ বিভাগের সাথে কাজ করি।৫ বছর পার হওয়ার পরও আমাদের সম্মানী নির্ধারণ না হওয়ায় আন্দোলনের পর ৫০০ টাকা সম্মানী পরিশোধ করে।  ২০২২ সালে পূনরায় আন্দোলন করার পর সম্মানী ২০০০ টাকা নির্ধারণ করে।কিন্তু গত বছরের জুন থেকে আমাদের সেই সম্মানি টাও দেয়া হচ্ছে না।এমতাবস্থায় আমরা ফেনীতে কর্মরত ২৮ জন অসহায় অবস্থায় আছি।উপায় না পেয়ে ফেব্রুয়ারী থেকে আমাদের কর্ম বিরতি চলছে।আমরা ঈদের আগেই বকেয়া বেতন চাই। আমাদের চাকুরী স্থায়ীকরণ অথবা মাস্টার রোলে নিয়োগের দাবি করছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,