সারাদেশ

ফেনীর সোনাগাজীতে যুবদল নেতার মৃত্যুবার্ষিকীতে ঈদ বস্ত্র বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের যুবদলের সভাপতি নাজিম উদ্দিন ২০০০ সালের ২৩ মার্চ সন্ত্রাসীদের হাতে নিহত হয়।যুবদল নেতার ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠান ফেনীর সোনাগাজীর রুহুল আমীন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।হাজী রুহুল আমিনের সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।বিশেষ অতিথি ছিলেন,সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু,চরমজলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর।এই সময় উপজেলা  যুবদলের নেতা নুর ফরিদ সোহেল,হারুনর রশীদ ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন,মজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন রিয়াদ,সাধারণ সম্পাদক আরিফ মিয়াজী,সাবেক সহ-সভাপতি রমজান আলী সুমন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারভেজ আহাম্মদ,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক খলিলুল্যাহ মামুন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেষে এতিমখানার জন্য কোরআন শরীফ হাদিয়া,শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,