সারাদেশ

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি পিকআপের ধাক্কায় ট্রাক্টর চালক প্রতাপ সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাপাহার পিছলডাঙ্গা এলাকার মৃত ফয়েজ উদ্দীনের ছেলে ফহিম উদ্দীন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে পত্নীতলা উপজেলার সাপাহার সড়কের নকুচা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত প্রতাপ সরকার সাপাহার উপজেলার জামাননগর গ্রামের অমল সরকারের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, সকালে একটি লোডবাহী মিনি পিকআপ ও বালুবাহী ট্রাক্টর সাপাহারের দিকে যাচ্ছিলো। মিনি পিকআপ নকুচা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা দিলে ট্রাক্টরের চালক পড়ে যায় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,