সারাদেশ

দেবীগঞ্জে বধ্যভূমিতে শ্রদ্ধান্জলী, যুদ্ধাহতকে আর্থিক সহায়তা প্রদান

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ পৌর এলাকার পারঘাট পাড়ার বধ্যভূমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ মোঃ আমিন আহসান, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, উপজেলা খাদ্য কর্মকর্তা সুদেব কুমার দাশ, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল। আলোচনা শেষে ১৯৭১ সালের যুদ্ধাহত কলিন্দ্র নাথ রায়কে আর্থিক সহযোগিতা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
১৯৭১ সালের ২ জুন যারা পাকিস্তানি হানাদার কর্তৃক বর্বরোচিত গনহত্যার শিকার হন দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের ১১ জন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকৃত এসব শহীদরা হলেন ভবৎ চন্দ্র রায়, রমেশ চন্দ্র রায়, অনেশ চন্দ্র রায়, ধনেশ্বর রায়, রামসুন্দব রায়, নেকাই চন্দ্র রায়, কান্দুরাম রায়, শরৎ চন্দ্র রায়, জরাধর রায়, রঙ্গিয়া বর্মন, মিঠুন চন্দ্র রায়। তারা পাকিস্তানের সাথে আতাত না করার কারনে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হত্যা করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,