সারাদেশ

জামালপুরে কমিটি গঠন নিয়ে যুবদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

মোঃ আমিনুল ইসলাম
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের দেওয়ানগঞ্জে কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাররামপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। প্রথমে হাতাহাতি এবং পরে লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাবুল মিয়া, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সহ-সম্পাদক আবু তাহের এবং খাদ্য বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক।
অন্য আহতরা হলেন— সাংগঠনিক সম্পাদক পল্টন, সদস্য লাভলু, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান। আহতদের মধ্যে কয়েকজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পাররামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুলু মিয়া বলেন, ‘কয়েকদিন আগে ইউনিয়ন যুবদলের নতুন কমিটি অনুমোদন হয়। সোমবার ইফতারের আগমুহূর্তে তারাটিয়া বাজারে আমাদের ওপর হামলা চালায় পদবঞ্চিতরা। তারা সাধারণ সম্পাদকের দোকানও ভাঙচুর করেছে।’
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মাদ বিল্লাল হোসেন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষ থেকেই লিখিত অভিযোগ পেলে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,