ডিমলায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
মার্চ ২৫, ২০২৫
0
Comments
114 Views
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) ডিমলা বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গয়াবাড়ি ইউনিয়নের সভাপতি মো.বকুল কাজীর সঞ্চালনায়
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, জেলা ইউনিট সদস্য উপাধাক্ষ মাওলানা মতিউর রহমান,
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, কুরআনের আইন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল-কুরআনের বিধান কায়েমের জন্য তিনি মাহে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন না থাকলে ব্যক্তি জীবনে আল্লাহর আইন মানা সম্ভব নয়। এ জন্য আগামী দিনের রাষ্ট্র কাঠামো হোক ইসলামের, পবিত্র কুরআনের এমন প্রত্যাশাও করেন তিনি।
এ সময় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।