আদমদীঘিতে সাবেক এমপি’র ভাই গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সদর ইউনিয়নের শিবপুর এলাকা থেকে বগুড়া-৩ আসন তথা আদমদীঘি-দুপচাঁচিয়ার সাবেক এমপি সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ছোটো ভাই শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গতরাতে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ আল মেহেদী আপন (৩৪) আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মুনজু আরা বেগমের ছোটো ছেলে। নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি উপজেলা সদরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও ভাংচুর করে আ’লীগের দলীয় নেতাকর্মী। এরপর ৫ আগস্ট আদমদীঘি থানায় আ’লীগের প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মীর নাম উল্লেখ পূর্বক এবং আরো চার শতাধিক অজ্ঞাত দেখিয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় গতকাল সোমবার রাতে শহিদুল্লাহ আল মেহেদী আপন কে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় গতকাল রাতে শহিদুল্লাহ আল মেহেদী আপনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা মামলার পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।