মাতৃভাষা দিবসে কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

শুভ ইসলাম, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
“নামাজ কায়েম করুন, নিয়মিত রক্তদান করুন” এই স্লোগান কে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। শহরের আড়ুয়াপাড়ার ৩ নং স্কুল সংলগ্নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্কুল/কলেজ শিক্ষার্থী সহ এলাকাবাসী উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
“কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০” সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।
কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর প্রতিষ্ঠাতা রাকিব হোসেন, এ সময় সংগঠনটির অ্যাডমিন মুগ্ধ এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক- রিফাত হোসেন, সভাপতি- এনামুল, সাধারণ সম্পাদক- হিরক, অ্যাডমিন- লিখন, সাদমান, সিয়াম সহ সংগঠনের দায়িত্বশীল অনেকেই উপস্থিত ছিলেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রাকিব হোসেন বলেন, বর্তমান সময়ে যে কোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। এখনো অনেকেই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।