জানা গেছে, এদিন সকাল থেকেই পারিবারিক বিষয় নিয়ে ছেলে মিজানুর রহমান ও পুত্রবধূ রিয়ার সাথে পারভিন বেগমের ঝগড়া-বিবাদ চলছিলো। এক পর্যায়ে ছেলে ও পুত্রবধূর উপর অভিমান করে তিনি কিটনাশক পান করেন। এসময় অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।
পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পারভীন বেগমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই পারভীন বেগম নামের ওই নারী মারা গেছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।