সারাদেশ

উল্লাপাড়ায় ভিজিএফ’র চাল চুরির অভিযোগে ইউপি সচিব গ্রেফতার

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ’র (ভিজিটেন গ্রেইন ফান্ড) চাল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ঈদ উপলক্ষে স্লিপের মাধ্যমে ২ হাজার ৪৮৩ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করার কথা ছিল, কিন্তু এর মধ্যে ২২৩ জন সুবিধাভোগী চাল পাননি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় চাল ফুরিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্লিপধারী হতদরিদ্র মানুষের সঙ্গে ইউনিয়ন পরিষদ সচিব হেলাল উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে, বাঙালা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২টি কক্ষে সাদা বস্তা ভর্তি ৮০০ কেজি চাল পাওয়া যায়। অভিযোগ উঠেছে, ২ হাজার ২০০ কেজি চালের মধ্যে ৮০০ কেজি পাওয়া গেলেও ইউপি সচিব হেলাল উদ্দিন আগেই ১ হাজার ৪০০ কেজি চাল সরিয়ে ফেলেছেন।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এ ঘটনায় ইউপি সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাল থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার দুপুরে ইউপি সচিবকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,