সারাদেশ

রৌমারী উপজেলা বাসীকে ঈদের  শুভেচ্ছা  জানিয়েছে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রৌমারী উপজেলা বাসী কে  ঈদের শুভেচ্ছা জানিয়েছে  রৌমারী উপজেলার ৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরবেশ আলী৷
এক শুভেচ্ছা বাণীতে চেয়ারম্যান সরবেশ আলী  বলেন, পবিত্র ঈদ আমাদের কে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
 মুক্তাঞ্চল খ্যাত ঐতিহাসিক  উপজেলা রৌমারীর  বাসিন্দারা আনন্দের সঙ্গে ঈদ পালন করুক- এ আশাবাদ ব্যক্ত করে  তিনি আরো বলেন, দল- মত , ধনী, গরিব নির্বিশেষে সবাই মিলে ঈদ উৎসব পালন করবো।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে  প্রাণপ্রিয়  রৌমারীবাসীর  উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,