গ্রেফতার এড়াতে মিলাদের ব্যবস্থা করেও শেষ রক্ষা হল না কৃষকলীগ নেতার
মার্চ ২৭, ২০২৫
0
Comments
62 Views
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। গত সোমবার পুলিশের গ্রেপ্তার থেকে বাঁচতে নিজ বাড়িতে হুজুর ডেকে মিলাদও পড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, অবশেষে তাকে খুঁজে পেয়ে ধরে থানায় নিয়ে গেল পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে হামলা মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন উপজেলার কেরানীহাটে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিনের গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামি করা হয় কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকেও। মামলার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। এরমধ্যে গ্রেফতার থেকে বাঁচতে গত সোমবার হুজুর ডেকে মিলাদ পড়িয়ে মঙ্গলবার নিজ বাড়িতে ফেরলে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।