সান্তাহার প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৬ মার্চ) বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবে সভাপতি তোফায়েল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (পরিকল্পনা মন্ত্রনালয়) যুগ্ম-সচিব ড. মনজুরুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব, উপ-পরিদর্শক বকুল হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আহসান হাবিব, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার এন টিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয়, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম রতন, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সাংবাদিক রবিউল ইসলাম, মমতাজুর রহমান, আবু বকর সিদ্দিক বক্কর, নয়ন হোসেন, রোকনুজ্জামান রুকু, বুলবুল আহমেদ, রাকিবুল হাসান রাকিব, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সান্তাহার প্রেসক্লাবের সদস্য বৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।