সারাদেশ

বকশীগঞ্জ ৬’শ পঞ্চাশ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু 

মোঃ আমিনুল ইসলাম
বকশীগঞ্জ সংবাদদাতা।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী আউশ ধানের বীজ ও সার বিতরণ শুরু করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
এসময় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪০ জন প্রান্তিক কৃষককে সার ও বীজ দেওয়া হয়। প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম বলেন, বকশীগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬’শ পঞ্চাশ প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এবার আউশ ধানের লক্ষ্যমাত্রা ৯৫০ হেক্টর। আশা করি আউশের আবাদ বৃদ্ধি পাবে। সেজন্য কৃষকদের মাঝে সরকার প্রণোদনা দিয়েছে।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,