বুধবার (২৬ মার্চ) রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর মেয়ে উম্মে হাবিবা বলেন, আমার বাবা লিয়াকত আলী একজন সিভিল ইন্জিনিয়ার গত মঙ্গলবার রাতে সাহরি খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে যাই। বুধবার সকাল থেকেই মা, ভাই ও আমার ঘুম ঘুম ভাব হয়। ইফতারের পর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আর জাগতে পারিনি। পরে বুধবার সেহরির সময় ঘুম ভাঙলে দেখি ঘরের সবকিছু তছনছ। এতে ঘরে থাকা সাড়ে ৪ লাখ নগদ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণ লুট করেছে চোরচক্র।
হাবীবা আরও বলেন, গত কয়েকদিন ধরে যাকাত দিচ্ছি। এরপর বুধবার বাড়িতে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ধারণা, চোরচক্রের কেউ টিউবওয়েলের পানিতে নেশাদ্রব্য জাতীয় কিছু মিশিয়েছিল। সেই পানি খেয়ে আমি, মা ও ছোট ভাই অসুস্থ হয়ে পড়ি। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি থানা পুলিশকে এখনো জানানো বা অভিযোগ করা হয়নি
এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।