সারাদেশ

ফেনী ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

মশি উদ দৌলা রুবেল ফেনী:
চলমান ডেভিল হান্ট অভিযান চলাকালে ফেনী জেলার পুলিশ সুপার,হাবিবুর রহমান এর নির্দেশনায় এবং ফেনী জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ,মর্ম সিংহ ত্রিপুরা এর তদারকীতে ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর পৃথক দুইটি বিশেষ অভিযানে ২৭ তারিখ রাত ২ টার সময় ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)এর বিশেষ ২ নং টীমের সদস্য এসআই(নিঃ) শাহাবুদ্দিন এসআই (নিঃ)সাঈদ নুর এসআই(নিঃ)নুর সোলেমান এএসআই (নিঃ)সঞ্জয় কুমার নাথ এএসআই(নিঃ) সরোয়ার,কং ৭৮৯ মোশারফ গন ফেনী সদর থানাধীন দাউদপুল চৌধুরী বাড়ি রাস্তার মাথায় মোজাম্মেল চৌধুরী সোমিলের মিলের সামনে পাকা রাস্তার উপর হতে রাত ২ টার সময় আসামী মো:রাকিব হোসেন প্র:বাব (৩০),পিতা-মৃত ফজলু খান,মাতা-পারভীন বেগম,সাং-এরমা কাটাবুনিয়া পাচগাও বাজার থানা- মোড়লগঞ্জ জেলা-বাগেরহাট বর্তমানে,আরামবাগ আজাদ মিয়ার কলোনী ১ নং ওয়ার্ড,থানা-ফেনী,জেলা-ফেনী কে ৮ (আট)পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।অন্য একটি অভিযানে এসআই (নিঃ) তানভীর মেহেদী,সঙ্গীয় এএসআই (নিঃ) জহিরুল ইসলাম এএসআই (নিঃ)মোঃ খোকন হোসেন,কং ২৫৬ মোহাম্মদ মজিবুর রহমান,কং ৩৫৫ মোঃজাহাংগীর গন অভিযান পরিচালনা করে ফেনী সদর থানাধীন পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ডের বারাহীপুর সওদাগর পাড়া,তালুকদার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ২ টার সময় আবু তৈয়ব (৪২) পিতা মৃত নূরের জামান মাতা-মৃত নূর জাহান,সাং-মাইজ বাড়ীয়া(আলী হাজী বাড়ী),৬ নং ওয়ার্ড,৬ নং কালিদহ ইউনিয়ন,থানা-ফেনী সদর,জেলা-ফেনী কে ১০০ (একশত) পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।এই সংক্রান্তে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,