ফেনীর সোনাগাজীতে মোশাররফ হোসেন এমপিসহ প্রয়াত নেতাদের স্মরণে বিএনপির ইফতার মাহফিল।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোরবাজারে বিএনপি পরিবারের আয়োজনে সাবেক সংসদ সদস্য প্রয়াত মোশাররফ হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বুধবার স্থানীয় এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার কবির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু,ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন,উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা,ফেনী জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন,নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম,সোনাগাজী পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর,সদস্য সচিব নিজাম উদ্দিন,ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন,ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন,সোনাগাজী সদর ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়ায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ ও প্রয়াত নেতাদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।