ফেনীর ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের গণ ইফতার অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীতে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের গণ ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে গণ ইফতারের আয়োজন করা হয়েছে।
২৬ শে মার্চ বুধবার সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক হোসেন জামিলের সঞ্চালনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন,যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ,উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী,ইউনিয়ন জামায়াতেরর ভারপ্রাপ্ত আমির আবুল কালাম শামীম, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার,সদস্য সচিব এনামুল হক,ছাত্র প্রতিনিধি ওমর ফারুক ও রাজু সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য, শুভাকাঙ্ক্ষী,উপদেষ্টা,পেশাজীবী ,ব্যাংকার ও বিশিষ্টজন।
আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক জানান,সংগঠনের পক্ষ থেকে ১০০ পরিবারের মাঝে ইফতার ফুডপ্যাক বিতরণ ৭০ জন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ইফতার করানো হয়।পাশাপাশি ঈদ উপলক্ষে এতিম শিশুদের মাঝে ঈদের জামা কাপড় ও ঈদ উপহার প্রদান প্রক্রিয়া চলমান রয়েছে।অনুষ্ঠানের শেষাংশে দোয়া মোনাজাত করেন সংগঠনের অর্থ-সম্পাদক হাফেজ ঈসমাইল মুজাহিদ।