সারাদেশ

সিংড়ায় কয়েলের আগুনে ভস্মীভূত দিনমজুরের বাড়িঘর 

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় কয়েলের আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর সুলতান আহমেদের।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরকোল ইউনিয়নের পুঠিমারি নদীর উত্তরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, গবাদিপশুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে দিনমজুর সুলতান আহমেদের ঘরসহ আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। সেখানে গিয়ে নগদ টাকা, চাল, বিছানার জন্য কম্বল দিয়েছি। পরবর্তীতে টিন দেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,