পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পক্ষে ঈদ উপহার বিতরণ

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলায় হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি পূর্ব হুলাইন গ্রামের সামরবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্র নেতাও সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সাবেক হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক পটিয়া উপজেলা জাসাস সভাপতি মিডিয়া কর্মী ক্রীড়া সংগঠক সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আহমদ কবির বাবুল,মোঃ নুরুন্নবী বাবু, হাবিবুল হক।
উক্ত অনুষ্ঠানে জনাব তারেক রহমান এর পক্ষে পটিয়া উপজেলা সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের অর্থায়নে প্রায় একশো বিশজন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদও মহিলাকে শাড়ী লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।এবং এলাকায় কয়েকজন দানশীল ব্যক্তির অর্থে এলাকায় চারজন জটিল রোগে আক্রান্ত রোগীকে জনাব তারেক রহমান এর পক্ষে চিকিৎসা সহায়তা হিসাবে নগদ অর্থ প্রদান করা হয়।