পিরোজপুরে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো সাহিত্যশৈলীর ৭ম সংখ্যার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্যশৈলী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে জেলা স্কাউটস কার্যালয়ে।
বুধবার (২ এপ্রিল) বিকাল চার ঘটিকায় সাহিত্যশৈলী সপ্তম সংখ্যার এ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্কাউটস সম্পাদক ও পিরোজপুর জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ এনায়েত কবির খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক দেলোয়ার হোসেন আলম, কবি ও ছড়াকার একেএম মোস্তফা, সাহিত্যশৈলী যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শিউলি মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালমা ইসলাম কলি, অর্থ সম্পাদক কবি দিলীপ কুমার মিস্ত্রী, দপ্তর সম্পাদক কবি মনোজ দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক ফাতেমাতুজ যোহরা শারমিন, সাংস্কৃতিক সম্পাদক মিহির কুমার রায়, পুলিশ কর্মকর্তা মতিউর রহমান, সাহিত্যশৈলী নির্বাহী সদস্য রিপন হালদার, নির্বাহী সদস্য আলম তাজ, বাংলাদেশ স্কাউট পিরোজপুরের সদস্য মনিশংকর হালদার প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালন করেন সাহিত্যশৈলী পত্রিকার সম্পাদক এবং সাহিত্যশৈলী সংগঠন এর সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বিশ্বাস প্রান্ত।
অনুষ্ঠানে আরও অংশ গ্রহণ করেন কবি – সাহিত্যিক – শিল্পী – সাংবাদিক – সাহিত্যানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
এছাড়াও ওইদিন পিরোজপুরের অন্যতম সাংস্কৃতিক সংগঠক ও আবৃত্তি শিল্পী কবি রেজা করিম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ শিরোনামহীন এর মোড়ক উন্মোচিত হয়।
অনুষ্ঠান শেষে কবি সাহিত্যিক ও শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ আবৃত্তির আসর ও সংগীত পরিবেশিত হয়।