সারাদেশ

ধর্মপুর উন্নয়ন ফোরামের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সদর উপজেলার ৪নং ধর্মপুর ইউনিয়নে ধর্মপুর উন্নয়ন ফোরাম এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে ধর্মপুর উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ হয়েছে।সংগঠনটি ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় ও পার্শ্ববর্তী গ্রাম নিয়ে শিক্ষা এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে।৩ এপ্রিল,বিকেল ৩ ঘটিকায় পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গর্বিত শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়,যারা তাদের শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে।এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে পূর্ব কাছাড় প্রবাসী তহবিল ও আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থা।অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, একটি শিক্ষিত সমাজই পারে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হতে।তাঁরা আরও বলেন,শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ধর্মপুর উন্নয়ন ফোরাম যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে,তা নিঃসন্দেহে প্রশংসনীয়।অনুষ্ঠনে অনুপস্থিত থাকলেও সার্বিক সহযোগিতায় অবদান রাখেন মিসবাহ আলম সাহেদ,সুমন পাটোয়ারী,নুর নবী,কাজী আবুল কাশেম,কাজী তাওহীদ এবং হান্নান স্যার।এবারের সংবর্ধনায় পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন মাধ্যমিক বিদ্যালয়,পূর্ব কাছাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব কাছাড় মদীনাতুল উলূম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।বিশেষভাবে,মাদ্রাসার হিফজ সম্পূর্ণকারী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,গএই স্বীকৃতি ও সম্মাননা ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নের অনুপ্রেরণা জোগাবে।
ধর্মপুর উন্নয়ন ফোরাম ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে শিক্ষা,সমাজকল্যাণ ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।সংগঠনের পক্ষ থেকে এলাকার সকল শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়,যাতে সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হয়।সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলা হয়,তোমাদের সাফল্য আমাদের গর্ব শিক্ষা,নৈতিকতা ও সামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলুক ধর্মপুর উন্নয়ন ফোরাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং