সারাদেশ

সিরাজগ‌ঞ্জে সিএনজি ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাংকলরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হ‌লেন, সলঙ্গা থানার পাঁচ‌লিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সিএনজি চালক শরিফুল (৩৫)। অপর এক জনের নাম এখনো পাওয়া যায়নি
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জ থেকে আসা একটি ট্যাংকলরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাংকলরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একজনের নাম পাওয়া গেলেও অপরজনের নাম এখনো পাওয়া যায়নি। আহত তিন জন‌কে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,