ফেনীর সোনাগাজীতে পেশাজীবি ফোরামের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে পেশাজীবি ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী সোনাগাজী পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।ফোরামের সহ-সভাপতি সাংবাদিক জাবেদ হোসাইন মামুনের সঞ্চালনায় এবং অধ্যাপক কাওসার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,সোনাগাজী বালিকা পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, এনায়েত উল্লাহ মহিলা কলেজ এর অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মিতা,সাবেক ছাত্রনেতা মোহসিন পাটোয়ারী, সোনাগাজী ইসলামীয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন,বণিক সমিতি সভাপতি ব্যবসায়ী নুরনবী,বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন রাজ ও সাংবাদিক মোরশেদ আলম প্রিন্স।অনুষ্ঠানে পেশাজীবি নেতারা সোনাগাজীর শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।