কেরানীগঞ্জের রোহিতপুরে আইওএম এর সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কর্তৃক নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রোহিতপুর ইউনিয়নের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এলাকায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা হয়। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে নিরাপদ অভিবাসন-সম্পর্কিত বার্তা প্রচার ও রেফারেল সেবা প্রদানের লক্ষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সচেতন ও সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এই আলোচনা সভার মূল লক্ষ ও উদ্দেশ্য। আলোচনা সভায় অভিবাসীদের অভিবাসনের সিদ্ধান্ত নেওয়ার আগে কী কী বিষয় বিবেচনা করতে হবে, অভিবাসনের জন্য দক্ষতা অর্জন এবং সরকারি নিয়ম মেনে নিরাপদে বিদেশ গমনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেম ঢাকা জেলা ম্যানেজার- ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) অফিসার মো. দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তাত,,সহকারী শিক্ষক সোনিয়া আক্তার নারী নেত্রী মরিয়াম বেগম, কুলসুম আক্তারসহ স্থানীয়জন রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, স্কুল ও মাদ্রাসা শিক্ষক, বিদেশ ফেরত নারী-পুরুষসহ বিভিন্ন স্তরের মানুষ।
সচেতনতামূলক এমন সভা নিজ এলাকায় হাতের নাগালে পেয়ে খুশি স্থানীয় লোকজন। তারা চান এমন সভা সেমিনার আরও হোক এসব এলাকায়।