সারাদেশ

ভাঙচুর, অগ্নিসংযোগ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা কারাগারে

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা পূর্ণ গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দি‌কে উল্লাপাড়া আমলি আদালতে হাজির করা হলে বিচারক শহীদ বাপ্পী জামিন নামঞ্জুর করে করে কারাগারে প্রেরণ করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রফিক সরকার।
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি শনিবার রাতে সেলিনা মির্জাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করে তি‌নি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে।
সেলিনা মির্জা ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি জয়লাভ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,