সারাদেশ

বাগেরহাটে নামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা শামীমুর রহমান শামীম ও ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
দেশমাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় বাগেরহাট  সদর উপজেলার দক্ষিণ খানপুর পালপাড়া সার্বজনীন  শ্রী শ্রী রাধা মন্দিরে গত ২ এপ্রিল থেকে ৩দিন ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শেষ  হয়েছে।
দক্ষিণ খানপুর পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা  মন্দিরের এই ৩দিন প্রহর ব্যাপী নামযজ্ঞের আয়োজক কমিটির সভাপতি সুহৃদ কুমার পাল এর সভাপতিত্বে উক্ত যজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত  ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, পৌর বিএনপি’র আহবায়ক এসকেন্দার  হোসেন, বিশিষ্ট শিল্পপতি শেখ নাহিদুজ্জামান রাজু।
দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন ও প্রফেসর বাসুদেব পাল এর সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নামযজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক সুদীপ কুমার পাল, খানপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান করির হাওলাদার, সাবেক ইউপি সদস্য যন্তপদ পাল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকির, খানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম লিঠু’সহ বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সার্বজনীন শ্রী শ্রী রাধা মন্দিরে  মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তনে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা অংশ নিয়েছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,