সারাদেশ

সিরাজগ‌ঞ্জে মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধরের হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু’র ফাঁসির দাবিতে মানববন্ধন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধরের হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর ফাঁসির দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে অত্র কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দি‌কে সিরাজগঞ্জ মুজির সড়ক ভাসানী কলেজের সামনে এইচ. এস. সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলিফের নেতৃত্বে, বক্তব্য রাখেন, অত্র কলেজের শিক্ষার্থী সুমনা, স্বা‌ধিন, জিহাদ, আ‌লিফ, স্বর্না , নির্জনা, সিম্ফনি, সা‌কিব আহমেদ, মৌ, নিরব।
মানববন্ধনে বক্তারা বলেন, সুপ্রীতি সূত্রধর একজন মেধাবী শিক্ষার্থী ছিল। প্রতারক প্রেমিক উৎসব কুমার কুন্ডু নির্যাতন করা জন‌্য অকালে তার মৃত্যু হয়। এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয় আমরা হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যা‌তে এমন দুঃসাহস আর কারো না হয়।
মানববন্ধনে সুপ্রীতি সূত্রধরের পিতা বাবুল কুমার সুত্রধর অভিযোগ করে বলেন, আমাদের অসাধু সনাতনী ধর্মের বেশ কিছু নেতরা হত্যা মামলার রিপোর্টটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে এটা কোনভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু ও সঠিক বিচার চাই।
এর আ‌গে গত মঙ্গলবার গভীর রাতে কলেজ পড়ুয়া তরুণী সুপ্রীতি সূত্রধর সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তার পাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডু বাড়ীতে প্রেমিক উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্ত প্ররোচনায় আত্মহত্যা করে। ঘটনার দিন ছাত্র সমন্বয়ক ও এলাকাবাসীর তোপের মুখে পরে প্রেমিক উৎসব কুমার কুন্ডুকে পু‌লিশ আটক করলেও অপর আসামি সুশান্ত কুন্ডু শান্তকে গ্রেফতার না করায় নানাভাবে প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়ার জন্য সুপ্রীতি সূত্রধরের প‌রিবার‌কে হুমকি-ধামকি দিচ্ছে।
মানববন্ধনে সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,