সারাদেশ

বেরোবি রসায়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেরোবি প্রতিনিধি:

বর্নিল আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রসায়ন বিভাগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এর সামনে দিবসটি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল লতিফসহ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য।
এসময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে রসায়ন বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীকে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষা ও গবেষণায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগ ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, জ্ঞান চর্চায় শিক্ষক ও শিক্ষার্থীর নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আগামীতে এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে। রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,