সারাদেশ

ডাসারে যুবকের আত্মহত্যার অভিযোগ,পরিবারের আহাজারি

হোসাইন মাহমুদ মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে শাওন তালুকদার-(১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছেন। নিহত শাওন তালুকদার উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামের মো. সালাম তালুকদারের ছেলে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। 

এদিকে সংসারের একমাত্র কর্মক্ষম ছেলের মৃত্যুতে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত শাওন তালুকদার তার পরিবারের লোক জনের সঙ্গে অভিমান করে সবার চোখ ফাকি দিয়ে ভোররাতে বাড়ির পাসের একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। 

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহত শাওন তালুকদারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং