ফেনীতে মেডিকেল কলেজে চান্স পাওয়া মেয়ের বাবাকে অনুদান জামায়াতের।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামের দাসপাড়ার অধিবাসী খুরশিদের মেয়ে ফারজানা ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।সে উত্তর কাশিমপুর ইকরা ইনস্টিটিউট,ফেনী শাহীন একাডেমী ও ফেনী সরকারি কলেজের ছাত্রী ছিল।ভ্যান চালক খুরশিদ মেয়ে ফারজানাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন।স্বপ্ন দেখছেন ভবিষ্যতে সে ডাক্তার হয়ে গরিব দুঃখী মানুষের সেবা করবে।তাকে অনুপ্রেরণা দিতে এগিয়ে আসেন ফেনী জেলা জামাতের নেতৃবৃন্দ। গতকাল ফেনী সদর উপজেলার উত্তর কাশিমপুর একটি পাঠাগারের উপস্থিত হয়ে খুরশিদকে অনুপ্রেরণা যোগাতে অনুদান উপহার দেন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতেইসলামীর নেতৃবৃন্দ।অনুদান তুলে দেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামাতের আমীর মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।এই সময় ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।