সারাদেশ

ফেনীর দাগনভূঞায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঞায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।আজ রোববার দুপুরে দাগনভূঞা শহরের আতাতুর্ক হাইস্কুলের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে বিএনপি নেতা আকবর হোসেন গ্রুপের সঙ্গে ছাত্রদল নেতা ফটিকের গ্রুপের সংঘর্ষ বাঁধে।এই সময় অন্তত ১০ জন আহত হন।পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষ চলাকালে নোয়াখালী-ফেনী মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।ফেনীর দাগনভুঞা থানার তদন্ত কর্মকতা মো.আলী জানান,রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে বিএনপির আকবর ও ফটিক গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা কাজ করেছে।বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,