সারাদেশ

হাতিয়ায় মাদক-নগদ টাকাসহ কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
 হাতিয়ায় মাদক ও মাদক বিক্রির টাকা সহ আয়াত হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
আটক আয়াত হোসেন হাতিয়া উপজেলার পশ্চিম লক্ষ্মীদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্তাদির হোসেনের ছেলে। তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আয়াতের কাছ থেকে ১২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, তিনটি হুক্কা ও নগদ ৬১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোন বিসিজি স্টেশন হাতিয়ার কর্মকর্তারা অভিযান চালিয়ে এমপির পুল নামকস্থান থেকে তাকে আটক করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আসামি আয়াত হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং