মধ্যম মটুয়া চার বাড়ির আয়োজনে মিলন মেলা ও ভোজন সন্ধ্যা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ার মধ্যম মটুয়া আমাদের চার বাড়ির আয়োজনে মিলন মেলা ও ভোজন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা,সম্মাননা স্মারক ও শেষে রাতের খাবারের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি ঘটে।আয়োজক কমিটির অন্যতম সদস্য শাহিন জানান ১ম বারের মতো আমাদের সমাজের চার বাড়ি নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আরো বড় আকারে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।আয়োজক কমিটির সদস্য মো:জয়নাল আবেদীন ও শাহিনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার।বক্তব্য রাখেন আবিদুল হক,ওবায়দুল হক,আব্দুর রহমান,ডা.কপিল উদ্দিন,আবু বক্কর,ইদ্রিস,ফারুক প্রমূখ।