সারাদেশ

বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দিনে ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে 

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দিনে ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। ধর্মঘট শেষে আমদানি শুরু হওয়ায় বাজারে কমতে শুরু করেছে ফলের দাম।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ৭০ ট্রাক এবং শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ৬৩ ট্রাক তাজা ফল ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়েছে।

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) ‘বাংলাদেশ ফ্রেস ফ্রুটস ইমপোর্টস’ অ্যাসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের কারণে গত মঙ্গলবার ও বুধবার এ স্থলবন্দর দিয়ে দু’দিন ফল আমদানি বন্ধ থাকে।

এদিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারো বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরে এসেছে। দু’দিন বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি সরকার ও প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় ১০০ ট্রাক ফল আমদানি হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার’ অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে বেনাপোলে বন্দরে কোনো ফল আমদানি হয়নি। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবার ফল আমদানি শুরু হয়েছে। ব্যবসায়ীরা সরকারের রাজস্ব ও সাধারণ ক্রেতাদের দূর্ভোগের কথা চিন্তা করে দু’দিন পর পুনরায় ফল আমদানি শুরু করে। তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে বাড়তি ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেবে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।

জানা গেছে, ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি হয়, তার মধ্যে একটি অংশ রয়েছে আপেল, আঙুর, কমলা, মাল্টাসহ বিভিন্ন প্রকারের তাজা ফল।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ‘দু’দিনে এ বন্দর দিয়ে প্রায় ১৩৩ ট্রাক ফল আমদানি হয়েছে। পরীক্ষণ ও রাজস্ব পরিশোধ শেষে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে তা দ্রুত খালাস দেয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং