সারাদেশ

আদমদীঘিতে নাশকতা মামলায় আ’লীগ নেতা কারাগারে

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গতকাল সোমবার রাতে বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলাল নামের এক আ’লীগ নেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশের সদস্যরা।
আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলাল (৫৫) উপজেলার তালশন গ্রামের মৃত দিলীপ কুমার কুন্ডুর ছেলে। তিনি উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে গত বছর ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাতসহ প্রায় পাঁচ শতাধিক আ’লীগ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলালের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ  মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত বিদ্যেন্দু কুমার কুন্ডু দুলালকে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং