ভ্রমণ পিপাসুদের বিনোদনের স্থান দৃষ্টিনন্দন পবিপ্রবি ক্যাম্পাস

মোঃ আরিফুর রহমান (মামুন) দুমকি উপজেলা প্রতিনিধিঃ
বসন্তের শুরুর মাস। চারদিকে সবুজে আচ্ছাদিত। ক্যাম্পাসের প্রতিটি গাছ নতুন পাতায় ভরে গেছে। কোকিল এখন আর তেমন দেখা না গেলেও অন্য অতিথি পাখিরা গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে সাথে মিষ্টি সুরে গান তো আছেই। এ সময়ে বাহারি ফুলের শোভা বেড়েছে বহুগুণে। এমনটি দেখা গেছে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্যাম্পাসে।
ছায়া ঘেরা শান্ত সুনিবিড় গ্রামের সৌম পরিবেশে ২০০০ সালের ২৬ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ম (পবিপ্রবি) ক্যাম্পাস এক অনিন্দ্য সুন্দর জায়গা। যা হাজারো ভ্রমণপিয়াসুদের আনন্দ দিয়ে যাচ্ছে।
মুল ক্যাম্পাস এর প্রধান ফটক (দক্ষিণ) থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি প্রাঙ্গণ ফুলে ফুলে ছেয়ে গেছে। ফুল ছাড়াও ঋতুরাজ বসন্তের ছোঁয়ায় ক্যাম্পাস সেজেছে ভিন্ন সাজে। গাছে গাছে বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক।
‘১১০ একরের এই সবুজ ক্যাম্পাস এখন সবুজ বৃক্ষ আর ফুলে ফুলে ভরা। যার অপরূপ দৃশ্য আমাদের বিমোহিত করে চলেছে নিরন্তর। রাস্তার দু’ধারে ফুঁটে থাকা নানা রঙ বেরঙের ফুল। মাঝে মাঝে মনে হয় ক্যাম্পাসে নয়, হেঁটে ফুলের বাগানের মধ্যে ঢুকে পড়েছি।’ ঠিক এভাবেই ক্যাম্পাসের ফুল ও প্রকৃতি সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেছেন সূদুর মাগুরা জেলা থেকে ঘুরতে আসা সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী জুবাইয়া বিন্তে কবির।
ক্যাম্পাসের নীল ও লাল কমল লেকের পারে মেহগনি গাছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আনাগোনা বিমোহিত করে ভ্রমণ পিপাসু জুবাইয়ার । তিনি বলেন, এই মনমুগ্ধকর দৃশ্য তাকিয়ে থাকার মতো। ‘১১০ একরের নয়নাভিরাম পবিপ্রবি’র মুল ক্যাম্পাস এবং বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাস উভয়ই আমার একটি ভালোবাসার জায়গা। পবিপ্রবির বরিশাল ক্যাম্পাস আমার বাসার কাছে হলেও সেখানে কম গেলেও ছুটি পেলে প্রায়ই আমি আমার পরিবার নিয়ে মুল ক্যাম্পাসে ঘুরতে আসি। এর আগে ক্যাম্পাসটি এতটা সুসজ্জিত ছিল না। বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম স্যার এবং উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান স্যারসহ প্রশাসনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।’
বিশ্ববিদ্যালয়টিতে ঘুরতে আসা এমন হাজারো ভ্রমণ প্রেমির মনের অজান্তে তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সামনে তাকালে আপনিও ভুলবশত ভাবতে পারেন যে, কোন ফুলের বাগানে ঢুকে পড়েছেন। কিন্তু না। এটি কোনো ফুলের বাগান নয়। এটি বাংলাদেশের সর্ব দক্ষিণে স্থাপিত দেশের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
ফুল নাকি ভালোবাসার প্রতীক। ফুল ভালোবাসে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফুলকে ভালোবেসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। যা ১১০ একরের সবুজ ক্যাম্পাসের সৌন্দর্য আরো হাজার গুণে বাড়িয়ে দিয়েছে।
ক্যাম্পাস সেজেছে রঙিন সাজে। ক্যাম্পাসের প্রশাসন ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, চিকিৎসাকেন্দ্র, নীল ও লাল কমল লেক, বিভিন্ন অনুষদ ভবন, বিভিন্ন আবাসিক হল ছেয়ে গেছে ফুলে ফুলে। ফুটেছে নানা প্রজাতির ফুল। এদের মধ্যে- হরেক প্রজাতির গাঁদা, ডালিয়া, গোলাপ, হাসনাহেনা, কসমস, সূর্যমুখী, জবা, জুঁই, চামেলি, টগর, বেলি উল্লেখযোগ্য।
বিকেল হলেই যেন মেলা বসে ক্যাম্পাসে। ফুলের সৌন্দর্য উপভোগ করতে যেন হারিয়ে যায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, প্রেমিক-প্রেমিকারা। এছাড়াও দেখা যায় ছুটির দিনে নানা শ্রেণি-পেশার মানুষের আনাগোনা। দৃষ্টিনন্দন এ লেকদুটি’র মধ্যে নান্দনিক বাংলোঘর ও কারুকার্যে গড়া সেতু। মৎস্য গবেষণার কয়েকটি প্রকল্প রয়েছে এ লেকে। লেকের চারপাশ বৃক্ষ শোভিত। পরিচ্ছন্ন পাড়ে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ভবন ও স্থাপনা আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন, যা স্থাপত্যে আগ্রহীদের জন্য আকর্ষণীয়।