সারাদেশ

ববির লোকপ্রশাসন বিভাগ দিবসে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’

মুনতাসির রাহী, ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের একযুগ পূর্তী উৎসব উপলক্ষ্যে ক্যাম্পাসে আসছে ‘আভাস’ ব্যান্ড। আগামি ১১ ফেব্রুয়ারি বিভাগটির দিবস উৎযাপন হতে যাচ্ছে।  দিনব্যাপী এ উৎসবকে ঘিরে নানা কর্মসূচীর প্রস্তুতি নিচ্ছে বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমণ্ডলী। কেক কাটা এবং র্্যালির মধ্যে দিয়ে শুরু হবে এই উৎসব৷ সময়ের জনপ্রিয় ব্যান্ড “আভাস” এর পারফর্মের মধ্যে দিয়ে প্রোগ্রামের সমাপ্তির পরিকল্পনা চলছে।
এ ব্যাপারে উক্ত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মোঃ তাজভীর হোসাইন তাকবীর বলেন, “এই প্রোগ্রামটি হতে যাচ্ছে এযাবৎ কালের ক্যাম্পাসের সেরা প্রোগাম।আমরা সুন্দর একটা অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে যাচ্ছি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মন কাড়বে ও তাঁদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ড.ইসরাত জাহান লিজা বলেন, ক্যাম্পাসের সকলকে সাংস্কৃতিক পর্বকে শান্তিপূর্ণভাবে উপভোগ করবেন। সকলের সহযোগিতায় এমন একটি বড় উদ্যোগে সাফল্যমন্ডিত করারও আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানটি সার্ভিকভাবে বাস্তবায়ন করছেন স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব পাবলিক এডমিনিস্ট্রেশন(সোয়াপ)।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,