সারাদেশ

বদলগাঁছীতে গুণগত মানসম্পন্ন সবজির চারা  উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর বদলগাঁছী উপজেলার কেশাইল নুরানীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সৌরভ নার্সারিতে কোকোডাস্ট ব্যবহার করে প্লাস্টিক ট্রে-তে
গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ইকোলজি বান্ধব নিরাপদ
সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জাকস ফাউন্ডেশনের আক্কেলপুর শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, মার্কেটিং ম্যানেজার মোঃ জাহিদ হোসেন, মোঃ কাজি জাকির হোসেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর হাজি মোহাম্মদ ইদ্রিস আলী মন্ডল, নার্সারি উদ্দোক্তা মোঃ হারুন রশীদসহ অত্র এলাকার সবজি চাষী ও কৃষকগণ।
উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
এ সময় বক্তারা পরিবেশবান্ধব সবজি উৎপাদনের লক্ষ্যে আধুনিক পদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,