সারাদেশ

দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের একাধিক কমিটি বিলুপ্ত ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন গণতান্ত্রিক ছাত্রদলের ৩ টি উপজেলা ১ টি পৌরসভা ও ২ কলেজের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক হাসান আল মাসুদ ও সদস্য সচিব আমিনুল হক তামিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

বিলুপ্ত কমিটিগুলো হলো চন্দনাইশ উপজেলা, লোহাগাড়া উপজেলা সাতকানিয়া উপজেলা, পটিয়া পৌরসভা,গাছবাড়িয়া সরকারি কলেজ ও বরমা ডিগ্রি কলেজ কমিটি।
কমিটি গুলোর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে এমনটাই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক হাসান আল মাসুদ বলেন
‘কমিটির মেয়াদ নেই তাই বিলুপ্ত ঘোষণা করা হলো । নতুন করে কমিটি গঠন করা হবে পদ প্রত্যাশীদের ১০ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত,এক কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রাতিষ্ঠানিক সনদ ফটোকপি দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের জিমেইল আইডিতে পাঠানোর আহ্বান জানাচ্ছি’।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,