সারাদেশ

ছোট ছেলে মেয়েরা যে নতুন স্বাধীনতা এনে দিয়েছে সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি – ফরিদা খানম 

আকাশ শীল, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট ফরিদা খানম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে আমরা প্রত্যকে বিশ্বাস করি সে যাত্রায় আমাদের প্রিয় বাংলাদেশ আর পথ হারাবে না, আমরা উন্নয়নের মহা সড়কে থাকবো তবে আমাদের প্রত্যেকের চেষ্টা থাকতে হবে।
 ১২ ফেব্রুয়ারি ( বুধবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মাসুমা জান্নাত এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী  শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজু সঞ্চলনায়,কর্ণফুলীতে তারুণ্যের মেলা,কর্ণফুলী উপজেলা পরিষদের  প্রশাসনিক ভবন, শহীদ মিনার ও  উপজেলা অডিটোরিয়াম  উদ্ভোদন শেষে বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা যে আগামী দিনে বাংলাদেশ বির্নিমান করবো সেটা অত্যন্ত কঠিন কাজ, বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ছোট ছোট ছেলে মেয়েরা যে আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি।
এই সময় সারা দেশে চলা অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে তিনি বলেন  শয়তান যাতে শিকার করা হয় সেটাই অব্যহত থাকবে, শয়তান শিকার করতে গিয়ে যাতে কোন নিরীহ মানুষ শিকার না হয় ওসির উদ্দেশ্য বলেন।
অনুষ্ঠান শেষে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান -২৪ এর আহতদের সম্মাননা প্রদান বন্যহাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান, নদী ভাঙনের ক্ষতিগ্রস্হদের ব্যাক্তিদের গৃহ প্রদান, ভিক্ষুক পুনবার্সন কার্যক্রমের আওতায় ভিক্ষুকদের দোকান ও গাভী প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়
অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন,কর্ণফুলী উপজেলা বিএনপি, কর্ণফুলী উপজেলা বাংলাদেশ জামায়েতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্ররা প্রতিনিধিরা, কর্ণফুলী প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা,  শিক্ষক -শিক্ষিকা ও এলাকাবাসীরা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং