সারাদেশ

ফেনীতে বিজিবির অভিযানে প্রায় ৬৪ লক্ষ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার(১২ ফেব্রুয়ারি)ভোরে ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকা ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার চম্পক নগর,তারাকুচা,মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।বিজিবি জানায়,অভিযানে ভারতীয় শাড়ি,থ্রিপিস,লেহেঙ্গা,টি-শার্ট,কটি ড্রেস,প্রসাধনী ও বাইসাইকেল জব্দ করা হয়।এগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৬৯ হাজার ৬৮০ টাকা।জব্দ চোরাই মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,