সারাদেশ

কালুখালীর মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে  কৃষক  সমাবেশ অনুষ্ঠিত

বোরহান উদ্দিন | কালুখালী  রাজবাড়ী প্রতিনিধিঃ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বুধবার কালুখালীর গান্ধীমারা বাস স্ট্যান্ড সংলগ্ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আইউবুর রহমান আয়ুব এর সভাপতিত্বে ও  সদস্য সচীব এ,কে,এম,সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায়  সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।
 জেলা শাখার কৃষক নেতা কমিশনার আব্দুর রাজ্জাক।
এছাড়া বক্তব্য রাখেন কালুখালী উপজেলা কৃষকদল নেতা মোঃ আনিস মোল্লা, আবু সাঈদ হান্নান, বিটু খাঁন, জাহাঙ্গীর হোসেন, শহীদ খাঁন, সাইদুর রহমান, কৃষক দুলাল শেখ, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাবে। এছাড়া প্রান্তিক পর্যায়ে ফসল রাখার কোল্ড স্টোরেজ, স্লুইচগেট ও পানি নিষ্কাশনের সু ব্যবস্থা করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,